kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

সুবিধাবঞ্চিত হাজার শিশু নিয়ে তাড়াশে ব্যতিক্রমী ‘গণ-মেহমানদারী’

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

৬ ডিসেম্বর, ২০১৯ ২১:৩০ | পড়া যাবে ১ মিনিটেসুবিধাবঞ্চিত হাজার শিশু নিয়ে তাড়াশে ব্যতিক্রমী ‘গণ-মেহমানদারী’

তাড়াশে এক হাজার হতদরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ব্যতিক্রমী এক গণ-মেহমানদারী অনুষ্ঠিত হয়েছে। এতে দুপুরের খাবারের তালিকায় ছিল পোলাও, ভাত, মাংস, ডাল, পায়েস, কোমল পানীয়, পান প্রভৃতি।

সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র, অসহায়, পথ শিশু ও তাদের পরিবারের সদস্যদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খোলা খাবার সররাহ করা হয় সংগঠনের পক্ষ থেকে।

তাড়াশে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই মেহমানদারীর আয়োজন করে ভিলেজ ভিশন নামের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।

দুপুরে ওই গণ মেহমানদারীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তাড়াশের ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ।

সংগঠনের সভাপতি শরীফ খন্দকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, তাড়াশ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ডেইজী মিলন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, বেসরকারী উন্নয়ন সংস্থার পরিচালক তানিয়া খাতুন, নারী নেত্রী জেসমিন খাতুন প্রমুখ।

এই ব্যতিক্রমী মেহমানদারী অনুষ্ঠানে আয়োজক ভিলেজ ভিশন এলাকার মানুষের ভূয়সী প্রশংসা পেয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা