kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

গাজীপুরে শিশুর মরদেহ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

৬ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩৬ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরে শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১১ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে জাহিদ হাসান দুর্জয়ের লাশ উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধায় গ্রামে একটি নির্মাণাধীন একটি কারখানার ভেতর থেকে উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার এসআই নয়ন ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে অভিযান চলছে বলে জানান তিনি।

নিহত জাহিদ বিধায় গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং স্থানীয় তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার বিকালে জাহিদ খেলার জন্য বাড়ি থেকে বের হলেও সন্ধ্যায় বাড়ি ফেরেনি। এরপর সকালে বাড়ির পাশের নির্মাণাধীন একটি কারখানার  প্রাচীরের ভেতরে বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়।

শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা