kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

পুকুর পাড়ে খেলতে যাওয়াই কাল হলো মারুফার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি   

৬ ডিসেম্বর, ২০১৯ ০১:১১ | পড়া যাবে ১ মিনিটেপুকুর পাড়ে খেলতে যাওয়াই কাল হলো মারুফার

নবীগঞ্জে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মারুফা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ভাটি শেরপুর গ্রামের মহসিন মিয়ার শিশু কন্যা মারুফা তাদের বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় তার পাশে কেউ না থাকায় পুকুরের পানিতে পড়ে যায়। পরে মারুফার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। মারুফাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মহসিন মিয়ার শিশু কন্যার মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।  

মন্তব্যসাতদিনের সেরা