kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

নীলফামারীর উত্তরা ইপিজেডে আগুন

নীলফামারী প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০১৯ ২৩:৩৬ | পড়া যাবে ১ মিনিটেনীলফামারীর উত্তরা ইপিজেডে আগুন

নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি ফ্যাক্টরির ওয়েস্টেজের গুদামে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভেনচুরা লেদার ওয়ার বিডি লিমিটেড নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, সেখানে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটসহ পুলিশের একটি দল আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারখানার কয়েকজন শ্রমিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওয়েজস্টেজের গুদামে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলে আর সেখান থেকে অন্য কোনো কারখানায় ছড়াতে পারেনি।

এ বিষয়ে ইপিজেড বা ওই কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেন নীলফামারী দমকল বাহিনীর কর্মকর্তা এনামুল হক। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

মন্তব্যসাতদিনের সেরা