বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে অভিযান চালিয়ে ৯৫০ বোতল ফেনসিডিলসহ একটি কার্গো আটক করেছে র্যাব ৬ এর সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এমভি প্রিন্স অব বঙ্গতরী নামে কার্গোটি আটক করে। এ সময় কার্গোর ড্রাইভার ফারুক, মুসলিম উদ্দিন ও গ্রিজার সিরাজকে আটক করা হয়।
র্যাব ৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি মো. শাহীন এ অভিযানের নেতৃত্ব দেন। র্যাবের এ কর্মকর্তা বলেন, ভারত থেকে সিমেন্টের ফ্লাইঅ্যাশবাহী কার্গো এমভি প্রিন্স অব বঙ্গতরী ঢাকার উদ্দেশে যাচ্ছে। ওই কার্গোতে ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান ঢাকারে উদ্দেশে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালায়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য