kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

চরফ্যাশনে জাটকা বোঝাই ট্রলার আটক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০১৯ ২২:০৯ | পড়া যাবে ১ মিনিটেচরফ্যাশনে জাটকা বোঝাই ট্রলার আটক

জব্দ করা জাটকা বিতরণ করা হচ্ছে

চরফ্যাশনের তেতুলিয়া নদী থেকে অবৈধ  কারেন্টজাল ও ২০ মন জাটকা ইলিশসহ একটি ট্রলার আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশেষ এক অভিযান চালিয়ে কোস্ট গার্ডের সহায়তায় প্রশাসন ট্রলারটি আটক করে।

সূত্র জানায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে অভিযান শুরু হয়। আউট পোষ্ট চর-মানিকার কোস্ট গার্ড কন্টিনজেন্ট আকস্মিক অভিযান চালায় তেতুলিয়া ও বুড়োগৌঙ্গ নদীর উপশখালী এলাকায়। সেখানে ২৫মিটার কারেন্ট জাল ও  প্রায় ২০মন জাটকা ইলিশ জব্দ করা হয়। মাছগুলো পরে ১০টি এতিমখানাসহ অসহায় গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, জব্দ করা কারেন্ট জালের অনুমানিক মুল্য প্রায় ৯ লাখ টাকা। আর জাটকা ইলিশের বাজার মূল্য প্রায় ৭লাখ টাকা। জব্দ করা মাছ বিতরন করা হলেও কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

কোস্ট গার্ড আউট পোস্ট চর-মানিকা কন্টিনজেন্ট কমান্ডার মো.আলগীর হোসেন জানান, অবৈধ কারেন্ট জাল ও বেহেন্দী জাল দিয়ে অনেকে মাছ শিকার করছে। তারা নদী বা সাগর থেকে জাটকাসহ সকল ছোট মাছগুলো মেরে ফেলছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসাতদিনের সেরা