kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

বিজয়ের মাসে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন লংগদু শুভসংঘের

কালের কণ্ঠ অনলাইন   

৪ ডিসেম্বর, ২০১৯ ২৩:৫১ | পড়া যাবে ১ মিনিটেবিজয়ের মাসে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন লংগদু শুভসংঘের

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করছে কালের কণ্ঠ শুভসংঘ লংগদু উপজেলা শাখা। বুধবার রাঙামাটির লংগদু উপজেলা প্রেস ক্লাবে শুভসংঘ শাখার এক সভায় এমন পরিকল্পনা গ্রহণ করা হয়। 

শুভসংঘের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম অপুর সভাপতিত্বে পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের লংগদু প্রতিনিধি আরমান খান, শুভসংঘ লংগদু কমিটির সদস্য মো. অপি, রবিউল ইসলাম, অংকন চৌধুরি, রাজু, মেহেদী, রাসেল প্রমুখ। সভায় আগামী বিজয় দিবস উপলক্ষে উপজেলায় ৮, ৯ ও ১০ ডিসেম্বর তিন দিনব্যাপী চলচিত্র প্রদর্শনীর সিদ্ধান্ত নেওয়া হয়। 

মন্তব্যসাতদিনের সেরা