kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

শেখ মনির জন্মদিনে সুনামগঞ্জে যুবলীগের স্মরণসভা

সুনামগঞ্জ প্রতিনিধি   

৪ ডিসেম্বর, ২০১৯ ২১:৪০ | পড়া যাবে ২ মিনিটেশেখ মনির জন্মদিনে সুনামগঞ্জে যুবলীগের স্মরণসভা

সুনামগঞ্জে যুবলীগের উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হুদা চপল বলেন, কুচক্রিরা স্বাধীনতা যুদ্ধ নিয়ে আমার বাবার বিরুদ্ধে বিষোদগার করে। এই ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জেলার মানুষ জানেন।

তিনি বলেন, আমার ভাই নূরুল হুদা মুকুট সুনামগঞ্জে আওয়ামী লীগকে তৃণমূলে নিয়ে যেতে অক্লান্ত কাজ করে সংগঠনকে বিস্তৃত করেছেন। আমাদের পরিবার স্বাধীনতার পক্ষের পরিবার। জাতির জনকের মৃত্যুর পর আমার ভাইয়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

খায়রুল হুদা চপল বলেন, আওয়ামী লীগ কখনো করেনি সুনামগঞ্জের এমন একটি কুচক্রী মহল, কখনো স্বাধীনতার পক্ষে ছিল না। তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মনজুর আহমদ, সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, রঞ্জিত চৌধুরী রাজন, নূরুল ইসলাম বজলু, জেলা ছাত্রলীগ সভাপতি দিপঙ্কর কান্তি দে প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা