kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

সুন্দরগঞ্জে শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি   

৪ ডিসেম্বর, ২০১৯ ২১:২০ | পড়া যাবে ১ মিনিটেসুন্দরগঞ্জে শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গায় জাতীয় শিশু কিশোর সংগঠন শাপলা কুঁড়ির আসরের আয়োজনে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

শাপলা কুঁড়ির আসর সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মশিউর রব্বানী আপেল, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা বিষ্ণু রাম রায়, যুবলীগের ইউনিয়ন আহ্বায়ক স্বপন রাম রায় ও আইয়ুব আলী।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারন সম্পাদক মতিয়ার রহমান, বকুল মিয়া, মোহাম্মদ আলী জিন্নাহ, রেজওয়ান খান রুদ্র, সজিব ইসলাম ও সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় বক্তরা শেখ ফজলুল হক মনির জীবনী তরুণ প্রজন্মের কাছে তুলে ধরেন।

মন্তব্যসাতদিনের সেরা