রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়ে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে মোবাইল কোর্ট পরিচালিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন) কম্পানি নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা।
আজ বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রোমানা আক্তারের নেতৃত্বে তিতাস কর্তৃপক্ষ এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এ সময় ৫টি কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বেশ কিছু মালপত্র ও অবৈধ পাইপ, ওভেন, বার্নার, হিটার, রেগুলেটর জব্দ করে এবং ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কয়েল কারখানা পরিচালনা করার অপরাধে ৫টি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ৫টি কারখানা মালিককে ২ লাখ ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (টিএন্ডডি) কম্পানির নারায়ণগঞ্জ জোনাল বিপণন অফিসের উপ মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক আল মামুন, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ারসহ অন্যান্য কর্মকর্তারা।
মন্তব্য