kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

বংশী নদীতে অজ্ঞাত তরুণীর লাশ

নিজস্ব প্রতিবেদক, সাভার   

৪ ডিসেম্বর, ২০১৯ ১৮:৪৭ | পড়া যাবে ১ মিনিটেবংশী নদীতে অজ্ঞাত তরুণীর লাশ

ঢাকার অদূরে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় বংশী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২৬) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বুধবার সকালে শিমুলিয়া এলাকার রাঙ্গামাটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার এসআই নুরুল হুদা ভূইয়া জানান, সকালে রাঙ্গামাটি ব্রিজের নিচে বংশী নদীতে ওই নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশে খবর দেয় তারা। পরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় নিহতের পরণে থাকা কালো রঙের একটি বোরখা ও গলায় পেঁচানো ওড়না উদ্ধার করা হয়েছে। 

ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে ৩-৪ দিন পূর্বে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর লাশ বংশী নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আর লাশটি অর্ধগলিত হয়ে যাওয়ায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা