রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১
রাজশাহীর বাঘায় কাজের কথা বলে এক শ্রমিককে গুম করার অভিযোগে স্ত্রী মামলা করেছেন। মঙ্গলবার রাজশাহীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদারের আদালতে এই মামলা দায়ের করা হয়।
আদালত বাঘা থানার অফিসার ইনর্চাজকে (ওসি) মামলাটি এজাহার হিসাবে গণ্য করে তদন্তের নির্দেশ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহীর বাঘা থানার বলিহার গ্রামের মৃত মফেল প্রামাণিকের ছেলে লালু মিয়া (৫০) আমিনুল ইসলামকে (৪০) শরীয়তপুর জেলায় ভালো মজুরিতে কাজের প্রস্তাব দেয়। এ জন্য আমিনুলের কাছে থেকে ৫০ হাজার টাকাও আদায় করে লালু মিয়া। গত ৯ এপ্রিল আমিনুলকে বাড়ি থেকে লালু মিয়া ডেকে নিয়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর থেকে আমিনুলের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এরপর গত ৯ নভেম্বর লালু মিয়ার বাড়িতে খোঁজ নিতে যান আমিনুল ইসলামের স্ত্রী।
তখন লালু মিয়া বলেন, তোর স্বামী কোথায় আমি জানি না। পারলে তোরা খুঁজে বের কর। পরে স্বামীকে না পেয়ে মঙ্গলবার গুম করে হত্যার অভিযোগে রাজশাহী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন স্ত্রী। পরে অভিযোগটি আমলে গ্রহণ করে বাঘা থানার অফিসার ইনর্চাজকে (ওসি) তদন্তের নির্দেশ দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার।
মন্তব্য