kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

শেখ হাসিনা মেডিক্যাল কলেজের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

'শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে গ্রেপ্তার করা হোক'

হবিগঞ্জ প্রতিনিধি   

৪ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩৭ | পড়া যাবে ১ মিনিটে'শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে গ্রেপ্তার করা হোক'

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত নাগরিক আন্দোলন। আজ বুধবার দুপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা মেডিক্যাল কলেজে যে সীমাহীন দুর্নীতি হয়েছে তা পুকুর চুরি নয় সাগর চুরির সমান। এতে প্রধানমন্ত্রীর নামকে অবমাননা করা হয়েছে। তারা বলেন, দুদক যদিও তদন্ত শুরু করেছে তবে আমরা চাই কলেজের অধ্যক্ষকে আগে গ্রেপ্তার করা হোক। দুনীতির মূল নায়ক অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানের পাসপোর্ট জব্দ করা হোক। এরপর দুদক তদন্ত করুক। অনতি বিলম্বে তাদের গ্রেপ্তার করা না হলে হবিগঞ্জের সাধারণ মানুষ কঠিন আন্দোলনের ঘোষণা দেবে।

সমাবেশ বক্তব্য রাখেন গোলাম মোস্তফা রফিক, পীযুষ চক্রবর্তী, নুরুল হুদা চৌধুরী শিবলী, অ্যাড, জুনায়েদ আহমেদ, হুমায়ুন খান প্রমূখ।

মন্তব্যসাতদিনের সেরা