সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি
ঢাকার আশুলিয়ায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় এক সপ্তাহ আগে মৃত ওই তরুণীর বয়স আনুমানিক ২২ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ জানা যায়নি।
আজ বুধবার সকাল ১০টার দিকে আশুলিয়ার শিমুলিয়া রাঙ্গামাটি এলাকার বিশম খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল হুদা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে শিমুলিয়া রাঙ্গামাটি এলাকার ওই খালে ওই তরুণীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এটি হত্যা না অন্যকিছু ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য