kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

কালের কণ্ঠ অনলাইন   

৪ ডিসেম্বর, ২০১৯ ১১:৪৩ | পড়া যাবে ১ মিনিটেরাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটির নানিয়ারচরে গিরি চাকমা (৪০) নামের এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার দুর্গম সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গিরি চাকমা  প্রসীত গ্রুপের সমর্থক বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় একটি গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মরদেহটি ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী গিরি চাকমার বলে সূত্র জানায়।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান তিনি। 

মন্তব্যসাতদিনের সেরা