kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

সরিষাবাড়ীর মাদকাসক্ত আ. লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি   

৩ ডিসেম্বর, ২০১৯ ২৩:৪৫ | পড়া যাবে ১ মিনিটেসরিষাবাড়ীর মাদকাসক্ত আ. লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

জাকির হোসেন তোতা

মাদকাসক্ত ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন তোতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার তাকে দল থেকে অব্যাহতি ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তেজগাঁ কলেজের উপাধ্যক্ষ মো. হারুন অর রশিদ কালের কণ্ঠকে বলেন, ‘ডোয়াইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন তোতা একজন মাদকাসক্ত। 

এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল স্তর থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের সকল স্তরের কার্যালয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’ 

মন্তব্যসাতদিনের সেরা