kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

তিন বিয়ের পরও গৃহবধূকে ইভটিজিং, যুবক গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি   

৩ ডিসেম্বর, ২০১৯ ১৭:০৫ | পড়া যাবে ১ মিনিটেতিন বিয়ের পরও গৃহবধূকে ইভটিজিং, যুবক গ্রেপ্তার

পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ইভটিজিংয়ের অভিযোগে রুবেল হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাঙ্গালা গ্রাম থেকে ঐ যুবককে আটক করা হয়। আটককৃত যুবক ঐ গ্রামের রওশন আলীর ছেলে এবং তিনি ইতিমধ্যে তিনটি বিয়ে করেছেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি প্রশাসন) শেখ নাসির উদ্দিন জানান, স্কুল পাড়া গ্রামের আলিম উদ্দিনের মেয়ে ইতি খাতুনকে দীর্ঘদিন যাবত মোবাইল ফোনে ও রাস্তায় বিরক্ত করে আসছিল রুবেল। এ নিয়ে মেয়েটির সংসারে অশান্তি সৃষ্টি করে। বখাটের অত্যাচারে মেয়েটি থানায় অভিযোগ দিলে পুলিশ বখাটে রুবেলকে আটক করে। রুবেল এখন পর্যন্ত ৩টি বিয়ে করেছে বলে জানা গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। 

মন্তব্যসাতদিনের সেরা