রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২৭৩৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার সিআরবিসি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে মো. বেলাল হোসাইন মিজান (৩৪) ও শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সাজানপুর গ্রামের মৃত খালেদ মৃধার মেয়ে মোসা. মেঘলা আক্তার মণিকে আটক করা হয়। এ সময় তাদের তাদের কাছ থেকে ২৭৩৫ পিস ইয়াবা, চারটি মোবাইল সেট, চারটি সিম কার্ড ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রজু করা হয়।
মন্তব্য