kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি নিখোঁজ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি   

৩ ডিসেম্বর, ২০১৯ ০৩:২৩ | পড়া যাবে ২ মিনিটেপুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি নিখোঁজ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সাবের আহমদ নামের এক ব্যক্তি পুলিশের তাড়া খেয়ে শঙ্খ নদে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে দোহাজারী বার্মা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। সাবের আহমদ পূর্ব দোহাজারী এলাকার মৃত নজির আহমদের ছেলে। পুলিশ জানায়, সাবের মাদক ও চুরির দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

স্থানীয় লোকজন জানায়, রবিবার রাতে দোহাজারী তদন্তকেন্দ্রের পুলিশ দোহাজারী পৌর এলাকা বার্মা কলোনিতে আসামি গ্রেপ্তারের অভিযান চালায়। এ সময় সাবের পুলিশের তাড়া খেয়ে গ্রেপ্তার এড়াতে শঙ্খ নদে লাফ দেন। পরে পরিবার তাঁর খোঁজ পায়নি। পরিবার গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত শঙ্খ নদে তাঁকে খোঁজাখুঁজি করে। এ ছাড়া দুপুর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নদীতে সন্ধান চালিয়েও তাঁকে পাননি।

দোহাজারী তদন্তকেন্দ্রের ইনচার্জ মুনিরুল ইসলাম ভুইয়া বলেন, ‘দোহাজারী বার্মা কলোনি একটি অপরাধপ্রবণ এলাকা। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১ ডিসেম্বর ওই কলোনিতে পুলিশ অভিযান চালায়। অভিযানকালে তাঁরা কাউকে নদীতে ঝাঁপ দিতে দেখেননি। তবে সাবেরের বিরুদ্ধে একটি মাদক ও একটি চুরি মামলার ওয়ারেন্ট রয়েছে। আজ (গতকাল) ফায়ার সার্ভিসের লোক আসার পর ঘটনাস্থলে গিয়ে সাবেরের ব্যাপারে জানতে পারি।’

মন্তব্যসাতদিনের সেরা