kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

চবির কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৩ ডিসেম্বর, ২০১৯ ০২:২৫ | পড়া যাবে ১ মিনিটেচবির কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মো. মাসুদ ফরহান নামের এক কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুরে এই নোটিশ দেওয়া হয়। আগামী তিন দিনের মধ্যে এই নোটিশের ব্যাখ্যা চেয়েছে কর্তৃপক্ষ।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৮ নভেম্বর এক আদেশের মাধ্যমে মাসুদ ফরহানকে বিশ্ববিদ্যালয় জাদুঘর থেকে রসায়ন বিভাগে ঊর্ধ্বতন সহকারী হিসেবে বদলি করা হয়। ওই দিনই এই আদেশ গ্রহণ করলেও এখনো পর্যন্ত তিনি কাজে যোগ দেননি, যা কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) বিধির ৩ ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।

মন্তব্যসাতদিনের সেরা