kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

কুমিল্লায় বাস-পিকআপ সংঘর্ষ, হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

২২ নভেম্বর, ২০১৯ ২৩:৪২ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লায় বাস-পিকআপ সংঘর্ষ, হেলপার নিহত

কুমিল্লায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন (২২) নামে পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাঙ্গলকোট উপজেলার ছোট টুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইন উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকার জাফর মোল্লার ছেলে। এছাড়াও দুর্ঘটনায় পিকআপ ভ্যানটির চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

কুমিল্লার লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা মিয়া জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকাগামী হিমালয় পরিবহনের একটি বাসের সঙ্গে কুমিল্লা থেকে নোয়াখালীগামী পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হেলপার মাইন উদ্দিন মারা যান।

দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরে পুলিশ ফোর্স নিয়ে আমরা সেখানে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করি।

মন্তব্যসাতদিনের সেরা