kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

বিয়ের অনুষ্ঠানে মদপান, মৃত্যুর কোলে দুজন

সিরাজগঞ্জ প্রতিনিধি    

২২ নভেম্বর, ২০১৯ ১৩:৩৩ | পড়া যাবে ১ মিনিটেবিয়ের অনুষ্ঠানে মদপান, মৃত্যুর কোলে দুজন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে মদ পান  করে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত সাতজনকে।

এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) কাজিপুর উপজেলার বিয়াড়া গ্রামে সিদ্দিকের ছেলে সেনা সদস্য মানিকের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে দুপুরে কয়েকজন দেশি মদ পান করেন। এর কিছুক্ষণ পর কয়েকজন অসুস্থ বোধ করলে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই এলাকার রাসেল হোসেন (২৩) ও কোরবান আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৪) নামের দুইজনের মৃত্যু হয়। বাকি সাতজন হানপাতালে চিকিৎসাধীন।

সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আকতার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেশি মদ বা স্প্রিট পান করেই এই ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। 

মন্তব্যসাতদিনের সেরা