kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

পাচারকালে সীমান্তে সোনা আটক সাড়ে চার কেজি

কালের কণ্ঠ অনলাইন   

২২ নভেম্বর, ২০১৯ ১১:৪৮ | পড়া যাবে ১ মিনিটেপাচারকালে সীমান্তে সোনা আটক সাড়ে চার কেজি

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থে‌কে চার কেজি ৬৭০ গ্রাম সোনা জব্দ করেছে বিজিবি। আজ শুক্রবার (২২ ন‌ভেম্বর) সকালে বিজিবির একটি টহল দল জব্দ করে এসব সোনা।

বিজিবির কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলি জানান, বিজিবির এক‌টি দল সীমান্তে টহলে ছিল। এ সময় একই সড়কে মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের সামনে পড়েন। বিজিবিকে দেখে তারা মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে মোটরসাইকেলটিতে তাল্লাশি করে চার কেজি ৬৭০ গ্রাম সোনা পাওয়া যায়। তবে ধরা যায়নি পাচারকারীদের।

বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, এ ব্যাপারে পরে প্রেসব্রিফিং-এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।  

মন্তব্যসাতদিনের সেরা