kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

কুষ্টিয়ায় কারখানার আগুনে ৪ শ্রমিক দগ্ধ

কালের কণ্ঠ অনলাইন   

২২ নভেম্বর, ২০১৯ ১১:৪৪ | পড়া যাবে ১ মিনিটেকুষ্টিয়ায় কারখানার আগুনে ৪ শ্রমিক দগ্ধ

কুষ্টিয়ায় একটি প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে।

আজ শুক্রবার ভোরে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদাস্থ উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানির এমপিএফ সেকশনে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় প্রতিষ্ঠানটিত রাতের শিফটে কাজ চলছিল।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাস্ট কালেক্টর সেকশন থেকে আগুনের সূত্রপাত হওয়ায় তা নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে।

দুর্ঘটনার পর  কারখানায় কোনো মিডিয়া কর্মীদের প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। দগ্ধ শ্রমকিদের নামও জানায়নি তারা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। এ সময় আমাদের শ্রমিকরা আগুন নেভাতে গিয়ে চারজন দগ্ধ হন। রাতেই তাদের ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা