kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

গফরগাঁওয়ে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২২ নভেম্বর, ২০১৯ ১১:০৭ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে গোয়ালঘর বিদ্যুতায়িত হয়ে পড়লে গরু বাঁচাতে গিয়ে বুলবুল মিয়া (৪৫) নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় উপজেলার হাতীখলা বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাতীখলা গ্রামের খাতীখলা বাজার এলাকার সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিনের ছেলে কৃষক বুলবুল মিয়া বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পাশের গোয়াল ঘরে শব্দ পেয়ে গরু চোর এসেছে মনে করে দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের তারের লিকেজ থেকে গোয়ালঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় দরজা খুলে গরু বাঁচাতে পারলেও বুলবুল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন বলেন, দুঃখ জনক ঘটনা। তারের লিকেজ থেকে গোয়াল ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। গরু বাচাতে গিয়ে বুলবুল মিয়া মারা গেছেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। তবে এ ব্যাপারে অভিযোগ না থাকায় আইনী পদক্ষেপ নেওয়া হয়নি।

মন্তব্যসাতদিনের সেরা