kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

খুলনা বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানের আশ্বাস

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি    

২১ নভেম্বর, ২০১৯ ১৮:৪০ | পড়া যাবে ২ মিনিটেশিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানের আশ্বাস

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর ১.৩০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক মো. শরীফ হাসান লিমন শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ঘোষণা দেন। 

এ সময় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মেডিক্যাল সেন্টারে সার্বক্ষণিক একজন চিকিৎসক রাখা, অব্যবহৃত যন্ত্রপাতি সচল এবং প্রয়োজনীয় নতুন যন্ত্রাংশ কেনার উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়। লাইব্রেরির কার্যদিবস একদিন বাড়িয়ে পাঁচদিন থেকে ছয়দিন করা, অধ্যয়নের সময়সীমা বৃদ্ধি করে সন্ধ্যা ৭টা থেকে ৮.৩০ এবং প্রয়োজনীয় বইয়ের সংখ্যা বৃদ্ধিতে সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানদের তালিকা দিতে নির্দেশনা দেবার কথা জানানো হয়।

পরিবহন সংকট নিরসনে চলতি মাসে পরিবহনপুলে নতুন ২টি বাস যুক্ত করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে আরো ২টি এবং আগামী বছরের মধ্যে নতুন ৮টি বাস যুক্ত করার ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে আবাসন সংকট নিরসনে চলমান দুইটি হলের বর্ধিতাংশের নির্মাণ কাজ ফেব্রুয়ারির মধ্যে সমাপ্ত এবং আগামীতে প্রকল্পের মধ্যে নতুন করে আরো দুইটি হল নিমার্ণের পরিকল্পনার কথা জানানো হয়।

বেতন ফি কমানোর দাবির পেক্ষিতে বলা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে তুলনামূলক কম খরচেই পড়াশোনা শেষ করা যায়।

এ সময় শিক্ষার্থীরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান তুলে ধরলে ছাত্র বিষয়ক পরিচালক বলেন, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেতন ফির তালিকা সংগ্রহের কাজ চলছে, যদি কোনো অসামঞ্জস্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই সমাধান করা হবে। এ সময় ছাত্রবিষয়ক নানা ব্যবস্থাপনার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবহিতকরণ ও অন্তভুক্তকরণের জন্য তাদের সাথে মাসিক, ত্রৈমাসিক এবং ষাণ্মাসিক ভিত্তিতে আলোচনার প্রস্তাব এবং তথ্য প্রাপ্তির সুবিধার্থে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরে তথ্য সেল খোলার ঘোষণা দেন।

এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে চাইলে তারা জানান, কিছু সমস্যার সমাধান হয়েছে। তবে দ্রুততম সময়ে সকল সমস্যার সমাধানের বিষয়ে প্রশাসনের তরফ থেকে শুধুমাত্র আশ্বাস পেয়েই সন্তুষ্ট নই, আমরা চাই বাস্তবায়ন। 

এর আগে গত ১৪ নভেম্বর শিক্ষার্থীরা ছাত্র বিষয়ক পরিচালকের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করে।

মন্তব্যসাতদিনের সেরা