kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

হতদরিদ্রদের মাঝে ভ্যান বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি   

২১ নভেম্বর, ২০১৯ ১৭:৩১ | পড়া যাবে ১ মিনিটেহতদরিদ্রদের মাঝে ভ্যান বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হতদরিদ্রদের আয়বৃদ্ধির লক্ষ্যে ভ্যান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উনশিয়া গ্রামে কবি সুকান্ত একাডেমি চত্ত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়ণে ও প্রভাতী সেবা সংস্থার বাস্তবায়ণে ১৩ জন হতদরিদ্রের মাঝে ১৩টি ভ্যান বিতরণ করা হয়। পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভ্যান বিতরণ করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভ্যান বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আয়নাল হোসেন শেখ বক্তব্য রাখেন। 

নতুন ভ্যান পেয়ে খুশি উনশিয়া গ্রামের হতদরিদ্র ফারুক শেখ। তিনি বলেন, আগে ভাড়ায়চালিত ভ্যান চালাতাম। এখন নিজের একটি ভ্যান হলো। আমি এখন এই ভ্যান চালিয়ে আমার সংসার চালাতে পারব।

পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ বলেন, প্রভাতী সেবা সংস্থা ১৩টি হতদরিদ্র পরিবারের  পাশে এসে দাঁড়িয়েছে। এভাবে সমাজের বিত্তবানরা যদি নিজ নিজ এলাকায় দরিদ্রদের পাশে এসে দাঁড়ায় তাহলে স্বল্প সময়ের মধ্যে আমরা দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে পারব।

মন্তব্যসাতদিনের সেরা