kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

ফরিদপুরে শেষ হলো বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২১ নভেম্বর, ২০১৯ ১৪:০৩ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে শেষ হলো বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প

ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১০ দিনের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প শেষ হয়েছে। গত ১১ নভেম্বর থেকে ফরিদপুর জেনারেল হাসাপাতালে ১০ দিনের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু হয়। এ ক্যাম্প চলে ২০ নভেম্বর পর্যন্ত। আজ বুহস্পতিবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতাল চত্বরে এ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক, বিএমএ, ফরিদপুর এর সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, মাহমুদ আল-ফারুক প্রিন্স প্রমুখ। 

১০ দিনের এ ক্যাম্পে ঠোঁটকাটা, তালুকাটা, পোড়াজনিত জটিলতাসহ অন্যান্য সার্জারি করেন হল্যান্ডের প্রখ্যাত সার্জন ডা. পি এইচ এম স্পাউয়েন ও বাংলাদেশের ডা. আবুল কালাম আহমেদসহ অভিজ্ঞ সার্জনরা।

ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী আসগর মানিক জানান, ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগ ও বিএমএ, ফরিদপুর শাখার সহযোগিতায় ১৫ বারের মতো এ ক্যাম্পের আয়োজন করা হয়। এ বছর দুই শতাধিক রোগীর অস্ত্রোপচার করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা