kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরে

হিলি প্রতিনিধি   

২১ নভেম্বর, ২০১৯ ১৩:২৯ | পড়া যাবে ১ মিনিটেপরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরে

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে ট্রাক ও ট্যাংকলরি পরিবহন ধর্মঘট প্রত্যাহার করলেও হিলি থেকে বগুড়া ও হিলি- দিনাজপুর থেকে সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। দিনাজপুর ও বগুড়াগামী যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে পন্যবাহী পরিবহন চলাচল করলেও যাত্রীবাহী পরিবহন চলাচল করেনি। ভারত থেকে আমদানির পণ্য নিয়ে ট্রাক আসছে হিলি স্থলবন্দরে।

৬ষ্ঠ দিনে হিলি বগুড়া সড়কে বাস চলাচল বন্ধ থাকলেও আজ সকাল থেকে হিলি দিনাজপুর সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা