kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

চতুর্থ দিনের মতো বাস বন্ধ নড়াইলে, ভোগান্তি চরমে

নড়াইল প্রতিনিধি    

২১ নভেম্বর, ২০১৯ ১৩:১৭ | পড়া যাবে ২ মিনিটেচতুর্থ দিনের মতো বাস বন্ধ নড়াইলে, ভোগান্তি চরমে

নড়াইলে চতুর্থ দিনের মতো অভ্যন্তরীণ-আঞ্চলিক ও দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মালিক-শ্রমিকদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ধর্মঘট প্রত্যাহার সিদ্ধান্তের পর ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

আজ বৃহস্পতিবার (২১ নভম্বের) সকাল থেকে নড়াইলের কোনো বাস ছেড়ে যায়নি।

যাত্রীরা বলছেন, দূর-দূরান্ত থেকে আসতে তাদের স্থানীয় পরিবহন ভ্যান, নছিমন আর ইজিবাইকের ওপর নির্ভর করতে হচ্ছে। এই সুযোগে ২০ টাকার ভাড়া ৫০ টাকা নিচ্ছে তারা। এ ছাড়া এক ঘণ্টার যাত্রায় অন্তত চার ঘণ্টা সময় লাগছে। এই ভোগান্তি থেকে মুক্তি চান তারা।

বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের  যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়াইল জেলা বাস মনিবিাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক খান বলেন, ২১ ও ২২ নভেম্বর ফেডারেশনের সভায় আনুষ্ঠানিক কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত হবে।

নতুন সড়ক পরবিহন আইন সংশোধনের দাবিতে গত ১৮ নভেম্বর থেকে নড়াইল-যশোর, খুলনা, নড়াইল-লোহাগড়াসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রাখেন পরবিহন শ্রমিকরা। বাস মালিক কিংবা শ্রমিক নেতৃবৃন্দ এই ধর্মঘটকে স্বীকার না করলেও তাঁরা সড়ক পরিবহন আইন সংস্কারে চালকদের দাবিকে সমর্থন করছেন।

মন্তব্যসাতদিনের সেরা