kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

মাদক ব্যবসায়ীর কারাদণ্ড হবিগঞ্জে

হবিগঞ্জ প্রতিনিধি    

২১ নভেম্বর, ২০১৯ ১০:২৪ | পড়া যাবে ১ মিনিটেমাদক ব্যবসায়ীর কারাদণ্ড হবিগঞ্জে

হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রাম থেকে নূর আলম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ধুলিয়াখাল বাইপাস রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নূর আলম হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের কালাই মিয়ার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান বলেন, নূর আলম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ওই সময় তাকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম-এর আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড  দেন।

মন্তব্যসাতদিনের সেরা