kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

শুভসংঘের আয়োজনে পেশা ও দক্ষতা বিষয়ক কর্মশালা

কালের কণ্ঠ অনলাইন   

২১ নভেম্বর, ২০১৯ ০৩:০৭ | পড়া যাবে ১ মিনিটেশুভসংঘের আয়োজনে পেশা ও দক্ষতা বিষয়ক কর্মশালা

ছবি : কালের কণ্ঠ

শুভসংঘ আইইউবিএটি শাখার উদ্যোগ গতকাল বুধবার বেলা পৌনে ১টায় অধ্যায়ন বিষয়ক সমস্যা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন আইইউবিতে শাখার সাধারণ ও নবীন শিক্ষার্থীরা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম, শুভসংঘ কালের কণ্ঠ আইইউবিএটি শাখার সভাপতি ইমদাদুল হক মিলন।

আলোচনা সভাটি পরিচালিত হয় আইইউবিএটি শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক বিপ্রাশ বাড়ৈর সঞ্চলনায়। শিক্ষার্থীদের পেশা দক্ষতা বাড়ানোর উদ্দেশ্য আলোচনা সভাটির আয়োজন করা হয়।  আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম স্যার পেশা দক্ষতা সম্পর্কে শুভেচ্ছা বক্তৃতা করেন।

এ সময় শুভসংঘের বন্ধুরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা