kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

কিশোরগঞ্জে দুর্ঘটনায় নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি   

২০ নভেম্বর, ২০১৯ ২২:৪৪ | পড়া যাবে ২ মিনিটেকিশোরগঞ্জে দুর্ঘটনায় নিহত ২

কিশোরগঞ্জ পাকুন্দিয়ার পুলেরঘাট এলাকায় বুধবার সন্ধ্যায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন দুজন। সেখানে সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত দুজন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পুলেরঘাটের মাইজহাটি পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন পাকুন্দিয়া উপজেলার সুবেদ আলীর ছেলে মো. আল-আমিন (৩৫) ও কটিয়াদী উপজেলার কাচারী পাড়া গ্রামের মৃত শুকলাল রবিদাসের ছেলে বিজন রবিদাস (২৭)। আহতরা হলেন গাজীপুর কাপাসিয়া উপজেলার শেখ শামছুদ্দিনের ছেলে আকরাম (২৫) ও সিএনজি চালক করিমগঞ্জ উপজেলার আব্দুল কুদ্দুসের ছেলে জাকারিয়া (৪৫)। আহতদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কটিয়াদি হাইওয়ে থানার ইনচার্জ ডিএম জহিরুল ইসলাম জানান, সিএনজি চালিত অটোরিকশাটি কটিয়াদি থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে পুলেরঘাটের মাইজহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি’র চালকসহ তিনযাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার জন্য দায়ী চালকসহ মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্যসাতদিনের সেরা