kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

প্রশাসনের তৎপরতায় কাজিপুরে লবণের বাজার স্বাভাবিক

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২০ নভেম্বর, ২০১৯ ১৬:১৬ | পড়া যাবে ১ মিনিটেপ্রশাসনের তৎপরতায় কাজিপুরে লবণের বাজার স্বাভাবিক

সারা দেশের মতো সিরাজগঞ্জের কাজিপুরেও লবণের দাম বৃদ্ধির গুজবকে প্রতিহত করতে উপজেলা প্রশাসন তৎপর থাকায় বর্তমান বাজারদর স্বাভাবিক রয়েছে। আজ বুধবার উপজেলার ঢেকুরিয়া, সোনামুখী, মেঘাই সীমান্তবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

গতকাল মঙ্গলবার গুজবের ফলে অতিরিক্ত দামে লবণ বিক্রির অপরাধে ৯ ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ। ওইদিন রাতে ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।

সোনামুখী বাজারের ব্যবসায়ী অখিল সাহা জানান, আমরা বেশি দামে লবণ বিক্রি করিনি। কতিপয় ছোট ফড়িয়ারা এসব করেছে। অভিযানের কারণে এখন দাম স্বাভাবিক রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা