শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১
পরিবহন ধর্মঘটে বগুড়ার নন্দীগ্রামের বগুড়া-নাটোর মহাসড়কে চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সুযোগে যাত্রীদের জিম্মি করে সিএনজি ও অন্যান্য শ্যালোইঞ্জিন চালিত হালকা যান বাড়তি ভাড়া আদায় করছে।
বাসস্ট্যান্ডে দেখা গেছে, যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছে। দুর্ভোগের সুযোগ নিয়ে অন্য হালকা যানগুলো যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে। কেউ কেউ বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে নাটোর, বগুড়াসহ বিভিন্ন স্থানে সিএনজি বা হালকা যানে চড়ে গন্তব্যে যাচ্ছে। অনেকে বাস না পেয়ে ফিরেও যাচ্ছে। বাস না চলায় মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজিচালিত অটোরিকশা। এতে ভাড়াও নেওয়া হচ্ছে দ্বিগুণ।
সজিব নামের এক যাত্রী বলেন, বাস না পেয়ে বাধ্য হয়ে হিউম্যান হলারে বগুড়া যেতে হবে। ৩০ টাকার জায়গায় ৫০ টাকা ভাড়া দিতে হচ্ছে। হযরত নামের আলী বলেন, বাসের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছেন। কিন্তু বাস না পেয়ে ৮০ টাকা ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশায় যান তিনি।
মন্তব্য