সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি
নীলফামারীর জলঢাকায় লেডিস ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। লেডিস ক্লাবের নির্মাণ কাজে সহযোগিতা করবেন স্থানীয় সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। লেডিস ক্লাবের সভাপতি জাহানারা জেবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন-২৩ রাবেয়া আলীম।
এ সময় প্রধান অতিথি রাবেয়া আলীম বলেন, নারী উন্নয়নকে আরো বেগবান করতে হলে লেডিস ক্লাবকে অবহেলিত নারীদের পাশে দাঁড়াতে হবে। আপনারা সমাজের অসহায়-দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে তাদের প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলুন। তাদের প্রশিক্ষিত করে কর্মসংস্থান করতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুজাউদ্দৌলা, সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম ফেরদৌস, লেডিস ক্লাব সহ-সভাপতি নাফিসা তাসনিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন লেডিস ক্লাব সদস্য রেহেনা পারভীন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেডিস ক্লাব সাধারন সম্পাদক সেলিমা বেগম। পরে স্টাফ কোয়াটার ভিতর ভিত্তি প্রস্তর ফলক উম্মোচন করেন প্রধান অতিথি।
মন্তব্য