kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

দ্বিতীয় দিনেও নওগাঁ-জয়পুরহাট রুটে বাস চলাচল বন্ধ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৯ ১৬:৫৭ | পড়া যাবে ২ মিনিটেদ্বিতীয় দিনেও নওগাঁ-জয়পুরহাট রুটে বাস চলাচল বন্ধ

নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে নওগাঁর ধামইরহাটে বাস শ্রমিকরা সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীরা বেকায়দায় পড়েছেন। বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে পিইসি পরীক্ষার্থীদের। মোটর শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত ছাড়াই শ্রমিকরা নিজ উদ্যোগে এ কর্মবিরতি পালন করছেন।

জানা গেছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর করতে চাইলেও তাকে বাধা হয়ে দাঁড়িয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা। পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল সোমবার সকাল থেকে নওগাঁ-নজিপুর-ধামইরহাট-জয়পুরহাট রুটে সকল প্রকার বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। বাধ্য হয়ে তাদের অটোরিকশা, ভটভটি, নসিমন-করিমনে চড়ে গন্তব্যে যেতে হয়েছে। নিকটবর্তী স্থানে তিন চাকাযোগে যাত্রীরা যেতে পারলেও দূরের যাত্রীরা পড়েছেন বেকায়দায়।

এ ব্যাপারে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, শুনেছি শ্রমিকরা নিজ উদ্যোগে বাস না চালিয়ে নতুন সড়ক পরিবহন আইনের কিছু ধারা সংশোধনের জন্য কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতি পালন সম্পর্কে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোনো সিদ্ধান্ত নেই। তাছাড়া মালিক সমিতিও এ কর্মবিরতি সম্পর্কে অবগত নয়। 

মন্তব্যসাতদিনের সেরা