kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

ইউএনওকে দেখে মুহূর্তেই পেঁয়াজের দাম কমলো ৩০ টাকা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

১৮ নভেম্বর, ২০১৯ ২১:২৮ | পড়া যাবে ১ মিনিটেইউএনওকে দেখে মুহূর্তেই পেঁয়াজের দাম কমলো ৩০ টাকা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সজিউকিট ম্যাজিস্ট্রেট মো. ফকরুল হাসান সেতাবগঞ্জ কাঁচা বাজার মনিটরিং করতে গেলে মূহুর্তের মধ্যেই ১৮০ টাকা কেজির পেঁয়াজ বিক্রি শুরু হয় ১৫০ টাকায়।

আজ সোমবার বেলা ৩টায় বাজার মনিটরিং করতে যাওয়া সদস্যদের দেখেই পেঁয়াজ ব্যবসায়ীরা ৩০ টাকা কমে বিক্রি শুরু করেন। এতে ক্রেতাগণ কেজিতে ৩০ টাকা কমমূল্যে পেঁয়াজ পেয়ে উপজেলা প্রশাসন ও বোচাগঞ্জ উপজেলা বাজার মনিটরিং কমিটিকে ধন্যবাদ জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান বলেন, এখন থেকে প্রতিদিন বাজার মনিটরিং করা হবে। কোনো ক্রেতাই যেন বাজার মূল্যের বেশি অর্থ দিয়ে ক্রয় করতে না হয়।

বাজার পরিদর্শনে বোচাগঞ্জ থানার এসআই মো. রফিক, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তারসহ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রসাশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা