kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

রাঙামাটিতে জেএসএস'র দুইপক্ষে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

রাঙামাটি প্রতিনিধি   

১৮ নভেম্বর, ২০১৯ ২০:৫৭ | পড়া যাবে ১ মিনিটেরাঙামাটিতে জেএসএস'র দুইপক্ষে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বন্দুকযুদ্ধে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অন্তত ৩ জন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ সোমবার সন্ধ্যার পর উপজেলার গাইন্ধ্যা ইউনিয়নের বালুমুড়া মার্মাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের কারো নাম বা সাংগঠনিক পরিচয় জানা যায়নি।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন, আমরা জেনেছি ওই এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন মূল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আভ্যন্তরীণ দুটি পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে এবং সেখানে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছে স্থানীয়রা। তিনটি লাশই জনসংহতি সমিতির সদস্যদের বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পৌঁছাতে সময় লাগবে।

এ ব্যাপারে কথা বলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় কমিটির নেতাদের মুঠোফোনে যোগাযোগ করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

মন্তব্যসাতদিনের সেরা