kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

নবম শ্রেণির পরীক্ষা দিচ্ছেন ৫৪ বছর বয়সী ইউপি সদস্য

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৮ নভেম্বর, ২০১৯ ১৭:৩০ | পড়া যাবে ১ মিনিটেনবম শ্রেণির পরীক্ষা দিচ্ছেন ৫৪ বছর বয়সী ইউপি সদস্য

যেকোনো বয়সে পড়াশোনা যায়। শিক্ষার কোনো বয়স নেই। তার উজ্জ্বল দৃষ্টান্ত শারীরিক প্রতিবন্ধী ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম। ৫৪ বছর বয়সে ভোকেশনাল শাখা থেকে তিনি এ বছর নবম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

আজ সোমবার আছিম বহুমূখী উচ্চ বিদ্যালয় কারিগরি শাখার পরীক্ষা কেন্দ্রে তাকে ছোট ছোট ছেলেমেয়েদের সাথে রসায়ন বিজ্ঞান ১ (সৃজনশীল) পরীক্ষা দিতে দেখা গেছে। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২৮ জন। তিনি ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

আছিম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক বলেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম লেখাপড়ার দিকে খুবই মনযোগী।

রফিকুল ইসলাম বলেন, ছোটবেলা লেখাপড়া করার সময় অসুস্থ্য হয়ে পড়লে আর লেখাপড়া হয়নি। এখন যেহেতু সুযোগ আছে তাই লেখাপড়া করছি। শিক্ষার কোনো বয়স নেই। পরীক্ষা ভালো হয়েছে। আশা করছি ফলাফলও ভালো হবে।

ভবানীপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন বলেন, এই বয়সে লেখাপড়া করতে প্রথমে কিছুটা সংকোচবোধ করলেও পরিষদের অন্যান্য সদস্যরা মেম্বার সাহেবকে উৎসাহ দিয়েছে লেখাপড়া চালিয়ে যেতে।

মন্তব্যসাতদিনের সেরা