kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

যৌন হয়রানির অভিযোগে সহকারী প্রক্টরের পদ স্থগিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি    

১৮ নভেম্বর, ২০১৯ ১৪:০৬ | পড়া যাবে ১ মিনিটেযৌন হয়রানির অভিযোগে সহকারী প্রক্টরের পদ স্থগিত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সহকারী প্রক্টর হুমায়ুন কবিরের পদ স্থগিত করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরুদ্দীন আহমেদ স্বাক্ষরিত একটি অফিস আদেশে বলা হয়, গত ১৩ নভেম্বর সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর জনাব হুমায়ুন কবির এর বিরুদ্ধে কৃষিবিজ্ঞান বিভাগের সুমি শিং একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হওয়ায় বর্তমান প্রশাসন বিব্রত বোধ করছে। বর্তমানে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটিতে তদন্তাধীন রয়েছে বিধায় বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের স্বার্থে আপনার সহকারী প্রক্টর পদটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

চিঠিতে আরো বলা হয়, এ বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে তা নিম্নস্বক্ষরকারী ব্যক্তির নিকট আগামী ৭ কর্মদিবসের মধ্যে জমা দেবার অনুরোধ করা হলো

এ বিষয়ে হুমায়ুন কবিরকে একাধিকবার ফোন করনা হলেও তিনি ফোন তোলেননি।

মন্তব্যসাতদিনের সেরা