kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

কসবায় ট্রেন দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি   

১৮ নভেম্বর, ২০১৯ ১৩:৫৫ | পড়া যাবে ১ মিনিটেকসবায় ট্রেন দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে আহত হবিগঞ্জের ধলাই মিয়া অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন।

রবিবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ধলাই মিয়া হবিগঞ্জ সদর উপজেলার বগুলাখাল এলাকার বাসিন্দা।

কসবার ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ধলাই মিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। পরে ডাক্তাররা কাতে আইসিউতিতে নিভির পর্যবেক্ষণে রাখেন। রবিবার বিকেলে সেখানে তিনি মারা যান।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান জানান, ধলাই মিয়ার মাথায় গুরুতর আঘাত ছিল। এছাড়া তার শরীরের বিভিন্ন অঙ্গ ভেঙে গিয়েছিল।

কদর আলীর মৃত্যুতে এই ট্রেন দুর্ঘটনায় হবিগঞ্জ জেলা থেকে মৃতের সংখ্যা হয়েছে ১০জন।

মন্তব্যসাতদিনের সেরা