kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

কলমাকান্দায় মিশনে আগুন, ৪ লাখ টাকার ক্ষতি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি   

১৮ নভেম্বর, ২০১৯ ০৮:১৫ | পড়া যাবে ১ মিনিটেকলমাকান্দায় মিশনে আগুন, ৪ লাখ টাকার ক্ষতি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বালুচড়া মিশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চার লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গতকাল রবিবার বিকেলে অগ্নিকাণ্ডের পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

তিনি কালের কণ্ঠকে জানান, রবিবার বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বালুচড়া মিশনটিতে আগুন লেগে যায়।

এতে মিশনের ফাদার যোসেফের ঘরসহ ওয়াশরুম ২টি স্টাডিরুম, ১টি স্টোর রুম, ২টি অফিস রুমের যাবতীয় আসবাব এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। পরে এলাকাবাসীসহ উপস্থিত জনতা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

ইউএনও জাকির হোসেন আরো জানান, ক্ষয়-ক্ষতির বিবরণ উল্লেখ করে সহায়তার জন্য জেলা প্রশাসনে প্রতিবেদন পাঠানো হবে।

মন্তব্যসাতদিনের সেরা