শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১
ভোলার দৌলতখান উপজেলায় অগ্রণী ব্যাংক সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গিয়েছে। শনিবার রাতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এতে ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি দাকান, রডের শোরুম, ফলের দোকান, হার্ডওয়্যার এর দোকান রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে বাজারের শামীমের মুদি দোকানের বিদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুনে আশপাশের দাকানে ছড়িয়ে পরে। খবর পেয়ে দৌলতখান, বারহানউদ্দিন ও ভোলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে ছুটে যায়। পরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মুদি দোকানের গ্যাসের সিলিন্ডার ও তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে আশপাশের আরো নয়টি দাকান পুড়ে ছাই হয়ে যায়।
ভোলা জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা (ডিএডি) জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য আলী আজম মুকুল।
মন্তব্য