kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

ডাল ভেঙ্গে পড়লেন বৈদ্যুতিক তারে

গাইবান্ধা প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৯ ১৯:২২ | পড়া যাবে ১ মিনিটেডাল ভেঙ্গে পড়লেন বৈদ্যুতিক তারে

গাছের ডাল ভেঙ্গে তিনি পড়েন সেচপাম্পের তারে। এরপর বিদ্যুৎস্পৃষ্টে প্রান হারান ঘটনাস্থলেই। মর্মান্তিক এ ঘটনা গাইবান্ধার সাহাপাড়া ইউনিয়নের। রবিবার সেখানে মারা গেছেন শ্রমজীবি রমজান আলী (৫০)।

স্থানীয় সূত্র জানায়, রমজান আলী সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ফলিমারি গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে। রবিবার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামে তিনি কাজে যান। তুলসীঘাট হেলিপোর্ট এলাকায় ডলি বেগমের ইউক্যলিপটাস গাছের ডাল কাটতে গিয়ে তিনি দূর্ঘটনার শিকার হন।

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাব স্টেশন অফিসার মমিনুল ইসলাম জানান, রমজান আলী গাছের ডাল কাটতে গেলে একটি ডাল ভেঙ্গে তিনি নীচে পড়ে যান। সেখানে সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ ছিল। মূলত তারে জড়িয়ে মাটিতে পড়েন রমজান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই রমজানের মৃত্যু হয়। লাশ উদ্ধারের সময় দেখা যায় তার হাতে পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে আছে।

মন্তব্যসাতদিনের সেরা