kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

উলিপুরে পিইসি পরীক্ষায় ৮০৫ শিক্ষার্থী অনুপস্থিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৯ ১৮:৫৯ | পড়া যাবে ১ মিনিটেউলিপুরে পিইসি পরীক্ষায় ৮০৫ শিক্ষার্থী অনুপস্থিত

কুড়িগ্রামের উলিপুরে পঞ্চম শ্রেণির সমাপনী ও এবতেদায়ি শাখায় প্রথম দিনের ইংরেজি পরীক্ষায় ৮০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৮টি পরীক্ষা কেন্দ্রের পঞ্চম শ্রেণির ৮ হাজার ৫৫৩ জন ও এবতেদায়ি শাখায় ১ হজার ৯৯৩ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৪ হাজার ৭২ জন ছাত্র ও ৪ হাজার ৪৬৩ জন ছাত্রী। এবতেদায়ি শাখায় ১ হাজার ১৩৮ জন ছাত্র ও ৮৫৫ জন ছাত্রী। কিন্তু প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৬০৭ জন ও এবতেদায়ি শাখায় ১৯৮ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ্ বলেন, একই শিক্ষার্থী একাধিক বিদ্যালয় থেকে নাম রেজিস্ট্রেশন করায় অনুপস্থিতির সংখ্যা বেশি দেখা যাচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা