kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

মুন্সীগঞ্জে বালুবাহী জাহাজ ডুবে ৩ শ্রমিক নিখোঁজ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৯ ১১:২০ | পড়া যাবে ১ মিনিটেমুন্সীগঞ্জে বালুবাহী জাহাজ ডুবে ৩ শ্রমিক নিখোঁজ

ফাইল ফটো

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় বালুবাহী জাহাজ ডুবে তিন শ্রমিক নিখোঁজ হয়েছে।

আজ রবিবার ভোর সোয়া ৫টার দিকে গজারিয়া লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকার সদরঘাটগামী লঞ্চ এমভি কীর্তনখোলা-২ এর ধাক্কায় জাহাজটি ডুবে যায়।

গজারিয়া থানার ওসি হারুন-অর-রশীদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জাহাজটি ডুবে যাওয়ার সময় তাতে চার শ্রমিক ঘুমিয়ে ছিল বলে জানিয়েছেন তিনি।

নিখোঁজের মধ্যে রয়েছে আসলাম (২৪) ও এমাইদুল (৩৮)। এছাড়া নিজাম (৪০) নামে অপর এক শ্রমিক তীরে উঠতে সমর্থ সক্ষম হয়েছেন।

এ ঘটনায় ধাক্কা দেওয়া লঞ্চের চালক মো. শহিদুল ইসলাম, দুই মাস্টার জাহাঙ্গীর হোসেন ও ইউনুচ ব্যাপারীকে আটক করা হয়েছে।

ওসি হারুন-অর-রশীদ জানান, রাতে চলাচলের কারণে বালুভর্তি জাহাজটিকে কোস্টগার্ড আটক করে গজারিয়া ঘাটের কাছে নোঙর করে রাখে। পরে জাহাজটি এ ঘটনায় ডুবে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা