kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

গফরগাঁওয়ে মাকে বাঁচাতে গিয়ে বিদুৎপৃষ্টে প্রাণ গেল মেয়ের

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৬ নভেম্বর, ২০১৯ ২০:১৪ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে মাকে বাঁচাতে গিয়ে বিদুৎপৃষ্টে প্রাণ গেল মেয়ের

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ট থেকে মাকে বাঁচাতে গিয়ে সিনহা আক্তার (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। দুঃখ জনক ঘটনাটি ঘটেছে আজ শনিবার সন্ধ্যায় উপজেলার লংগাইর গ্রামে। নিহত সিনহা আক্তার লংগাইর গ্রামের সোহেল মিয়ার মেয়ে ও লংগাইর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের নামাজের পর উপজেলার লংগাইর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী সুফিয়া খাতুন বসত ঘরের বিদ্যুতের সুইচ টিপলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ছটফট করার সময় তার মেয়ে মাকে বাঁচানোর জন্য ধরতে যায়। এতে মা প্রাণে বেঁচে গেলেও সিনহা গুরুতর আহত হয়। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় মারা যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, খুবই দুঃখজনক ঘটনা। শিশুটি তার মাকে বাঁচাতে গিয়ে নিজে নিহত হয়েছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা