kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

চট্টগ্রামে ফের বাড়ছে ডেঙ্গু রোগী

কালের কণ্ঠ অনলাইন   

১৫ নভেম্বর, ২০১৯ ১৩:৫৫ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে ফের বাড়ছে ডেঙ্গু রোগী

ফাইল ফটো

চট্টগ্রামে আবারও বাড়ছে ডেঙ্গু রোগী। নতুন করে ডেঙ্গুর প্রাদুর্ভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন চট্টগ্রামবাসী।

ডেঙ্গু রোগী বাড়ার লক্ষণ দেখা গেছে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের তথ্যে। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন ডেঙ্গু রোগী।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ছয় দিনে এ হাসপাতালে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। সব রোগীই ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিশ্ব কলোনী এলাকার।

ঘূর্ণিঝড় বুলবুলের পর ডেঙ্গু রোগী বেড়েছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা