kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

জগন্নাথপুরে আগুনে পুড়ল আটটি ঘর

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০১৯ ১৩:০৩ | পড়া যাবে ১ মিনিটেজগন্নাথপুরে আগুনে পুড়ল আটটি ঘর

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামে অগ্নিকাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি বসতঘর মালামালসহ পুড়ে গেছে। 

স্থানীয় এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চিতুলিয়া গ্রামের আব্দুল আজিজ মোল্লার বাড়িতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর থেকে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রাণপন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে আব্দুল আজিজ মোল্লার বসত ঘরের ৫টি কক্ষ ও তার ভাতিজাদের তিনটি কক্ষ মালামালসহ পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছেন।  

জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নব কুমার সিংহ জানান, বিদ্যুতের সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে আটটি কক্ষ পুড়ে গেছে। 

মন্তব্যসাতদিনের সেরা